মা, লিখছি তোমায় মা!
তোমায় ছাড়া আর কিছু লিখতে পারি না।
কোথায় আছ, কেমন আছো মা?
সেখানেও কী আছে সবুজ গা?
গ্রীষ্মকালে থোকায় থোকায় আম ধরে?
ঝড় উঠলে ধপাস ধপাস নীচে পড়ে?
মা, চুপটি করে কেন তুমি কথা বলো না?
সেই যে কবে চলে গেলে, ফিরে এলে না!
একা একা ওখানে কী ভাল্লাগে?
তোমার খোকন কেঁদে কেঁদে রাত জাগে!
একটু এসে বুকের মাঝে জড়িয়ে ধরো
আগের মতো কাছে এসে আদর করো।
অনেকটা দিন ধরে তোমায় দেখি না
তোমার আদর ছাড়া শরীর জুড়ায় না
কবে তুমি আসবে ফিরে বলো?
নইলে বলো.... খোকন সাথে চলো।