দিনদুপুরে বেজায় গরম
রাতদুপুরে ঠান্ডা,
দিনের বেলা ফ্রিজের জল
রাতে খাই আন্ডা।
হঠাৎ করেই ঝমঝমিয়ে
বৃষ্টি আসে নেমে,
রোদ উঠে তো দরদরিয়ে
শরীর যায় ঘেমে।
চলছে শরৎ ঋতুর মাস
পাচ্ছি নাকো টের!
শরৎকালে গ্রীষ্ম বর্ষা
ফিরে এলো ফের?
ষড়ঋতুর বেহাল দশা
রুগ্ন জলবায়ু,
তিন ঋতু আইসিইউতে
অল্প আছে আয়ু।
বিঃদ্রঃ [শিশু কিশোর ''কৈশরিকা'' ম্যাগাজিনে অক্টোবর ২০২৩ সংখ্যায় প্রকাশিত।]