আস্ত আস্ত খাতা ভরা
মস্ত মস্ত ছড়া,
কিছু ছড়া সহজ সরল
কিছু ছড়া কড়া।
কিছু ছড়া হাসির জোয়ার
কিছু ছড়া কষ্ট,
কিছু ছড়া ভীষণ ভালো
কিছু ছড়া নষ্ট।
কিছু ছড়া পেটুক মশাই
কিছু ছড়া ভাবুক,
কিছু ছড়া বেকুব টাইপ
কিছু ছড়া লাজুক।
কিছু ছড়া কানা ও খুড়ো
কিছু ছড়া অন্ধ,
কিছু ছড়া নির্ভেজাল আর
কিছু ছড়া মন্দ।
কিছু ছড়া উদাস উদাস
কিছু ছড়া রাগী,
কিছু ছড়া হারকিপ্টা আর
কিছু ছড়া ত্যাগী।
ছড়া ছড়া হরেক ছড়া
ছড়াই মজাদার,
ভালো মন্দ সব মিলিয়ে
ছড়ার সমাচার।