চিত্তে অনুতাপ জাগ্রতকালে -
মোমের মতো গলে পাথর হৃদয়
প্রবাহিত হয় দুই অশ্রু নদী,
অতীতে করা যত ছোট বড় পাপ
স্মৃতি হয়ে বয় সদা নিরবধি!
পাপের ভারে নতজানু হয় উঁচু শির
কুদরতি কদমে লুটিয়ে পড়ি -
প্রাণপণে কেঁদে করি রোজ তওবা
স্রষ্টার ক্ষমা জুটে একবার যদি।