খোকন সোনার সারাটা দিন ভাবনাতে দিন কাটে
কারণ হলো দাদু গেছেন কোরবানির হাটে,
দাদুর সাথে আব্বু গেছেন সাথে ছোটন কাকা
আম্মু আপু শপিং মলে, বাড়িটা আজ ফাঁকা।
বাড়ির ভেতর সারাটা দিন, লাগছে ভীষণ তেতো
কেমন হতো দাদুর সাথে খোকন যদি যেতো?
থমকে যেতো গরু দেখে, হারিয়ে যেতো ভিড়ে?
না না তা মোটেই না, কিনতো গরু ফিরে।
গরুর দড়ি হাতে নিয়ে সামনে চলতো খোকন
খোকার হাতে গরু দেখে হাসতো যে তার বোন,
খাতার পাতায় যেই গরুটা এঁকেছিলো কাল
সেই গরুটাই কিনতো খোকা, গায়ের রঙ লাল।
কে দেখেছে সেই গরুটা, হাট থেকে কে কিনবে?
খোকন ছাড়া সেই গরুটা অন্য কেউ কী চিনবে?
এমন হাজার ভাবনা ভেবে খোকার যে দিন পার!
সন্ধ্যাবেলা হাজির সবাই কিনে লাল এক ষাঁড়।
খাতায় আঁকা গরুর সাথে খুঁজছে খোকা মিল
পা মিলেছে, গা মিলেছে, হাসছে খিল খিল!
হাসছো কেন? প্রশ্ন করে খোকার ছোটন কাকা
খোকন বলে এই গরুটাই আমার খাতায় আঁকা।