প্রাপ্তির ঝুলিতে যে পেয়েছিলাম সুখ
সুখগুলো মরে গিয়ে হয়ে গেছে দুখ,
পেয়েছিলাম প্রজাপতির রঙিন ডানা
ভেঙে গেছে প্রলয়ে লেগে তার হানা।
পেয়েছিলাম শৈশবে হাসি মাখা দিন
সময়ের ব্যবধানে হয়ে গেছে মলিন,
পেয়েছিলাম কৈশোরে চঞ্চল মনিহার
যৌবনে চুরি গেছে পাইনি'কো আর।
যৌবনে পেয়েছিলাম না পাওয়া সব
সবকিছু দিয়ে কেড়ে নিয়ে গেছে রব,
প্রাপ্তির ঝুলিতে যা কুড়িয়েছি পুণ্য
পাপের হিসাবে তা দেখি শুধু শূন্য।