সুইস ব্যাংক বিশ্বের সবচেয়ে বড় সিন্দুক
এখানে সোনা, হিরা, টাকা, সম্পদের দলিল
সবকিছু আমানত হিসেবে বন্ধক রাখা হয়,
এখানে সুদি, ঘুষখোর, কালোবাজারি, দুর্নীতিবাজ
সব হারামীর টাকা নিরাপদে রাখা যায়।
আমরা কখনই ওদের মুখোশ উন্মোচন করি না,
তাদের জামানতে কড়া সিকিউরিটি দেওয়া হয়
কারণ আমরাই ওদের প্রধান রক্ষক, ভক্ষক।
থামুন......! থামুন......! থামুন......!
দয়া করে মঞ্চ থেকে নামুন,
আজ জনতার সামনে আমারও কিছু কথা আছে
বহুদিনের ইচ্ছা আপনাদের আসল রহস্য জানানোর,
পাকিস্তান আমাদের উপর মাত্র তেইশ বছর
খুন, ধর্ষণ, শোষণ পীড়ণ লুট করায়
আমরা পাকিস্তানকে ঘৃণা করি---
অথচ বৃটিশরা টানা একশো চুরানব্বই বছর
আমাদের মূল্যবান সম্পদ চুরি করেছে তবুও
আমরা তাদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারি না।
কারণ আমরা নিকৃষ্ট বেইমান জাতি,
বৃটিশদের শরীরের অবৈধ রক্ত
আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে বলে
আমরা আজও বৃটিশদের গোলামী করছি---
তাই সকল জনতার সামনে দাঁড়িয়ে মহাভারত আদিবাসীর পক্ষ থেকে-
আমি নিজকেই জানাচ্ছি ধিক্কার, ছিঃ-
আমরা আজও সভ্য জাতি হতে শিখিনি!
আমরা অবৈধ পিতার উত্তরাধিকার হিসেবে
মায়ের গলার হার এনে পিতাকে দিচ্ছি
আর বলছি----
"দয়া আমাদের স্বীকৃতি দিন
আমরা আপনারই অবৈধ সন্তান,
আমরা মায়ের স্নেহ মমতা ভুলে
সবকিছু নিয়ে আপনার কাছে ছুটে এসেছি
দয়া করে আমাকে স্বীকৃতি দিন,
স্বীকৃতি দিন, স্বীকৃতি দিন, স্বীকৃতি দিন।
এমন করেই নতুন আগ্রাসী রাজাকার,
সরকারি আমলা, কামলা, বিশেষ দেশদ্রোহী!
এদেশ থেকে যারা হাজার লক্ষ কোটি
মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পাচার করে
বিদেশের সিন্দুকে বন্ধক রেখেছেন,
আমি তাদের উদ্দেশ্যেও দুটি কথা বলতে চাই -।
আপনারা অসভ্য তাই
আপনাদের একটি অসভ্য প্রবাদ বাক্য বলি,
"মায়ের দুধ চুষে যে সন্তানের পেট ভরেনি
বাপের হোল চুষলেও তার পেট ভরবে না।"
এখন আপনারাই বলুন--
কোনটা চুষছেন?
আজ আপনাদের জবাবই প্রমাণ করবে
আপনারা বৈধ নাকি অবৈধ?
আপনারা দালাল নাকি মালিক?
আপনারা দেশপ্রেমী নাকি দেশদ্রোহী?
আপনাদের নীরবতাও সাক্ষ্য দিবে-
আমরা আপনাদের ডিএনএ টেস্ট করিয়েছি,
টেস্টের রিপোর্টে বড় করে লেখা -
আপনারা প্রত্যেকেই দেশদ্রোহী!
দেশকে বাঁচাতে আপনাদের খালাস করা উচিত বলে জানিয়েছেন প্রকৃত দেশপ্রেমিক।