মেঘের কাছে পত্র দিলাম
মেঘ পাঠালো জল,
মেঘের ভাষা গুড়ুম গুড়ুম
জলের কলকল।
ঝরা মেঘের কাব্য নিয়ে
নামলো জলের ধারা,
পাহাড় বেয়ে নদী সাগর
ছুটলো বাঁধন হারা।
ডোবা নালা খাল বিল আর
বিশাল বড় মাঠ,
চারণ ভূমির সবটা জুড়ে
জমলো মেঘের হাট।
ঝরা মেঘের পরশ পেয়ে
খোকা খুকির দল,
খেলার ছলে গায়ে মাখে
ঝরা মেঘের জল।