আট'শো কোটি লোকের মাঝে
তোমায় নিলাম বেছে,
সবটুকু প্রেম দিলাম তোমায়
আপনাআপনি যেচে!
প্রেমের বদল প্রেম দিলে না
নিঠুর হৃদয়হীনা,
ভালোবাসার বদল পেলাম
তোমার সকল ঘৃণা!
প্রেম দিলে না মেনে নিলাম
মন দিলে না, তাও-
আট'শো কোটি লোকের ভীড়ে
হারিয়ে যাবে? যাও।
তোমার ভাবনার হয়নি উদয়
আমার চাওয়া ঘিরে,
আট'শো কোটি লোক রেখে কেন
এলাম তোমার তীরে?।