প্রিয়তমা,
মোর মনের রাণী।
আজ এসেছি,
তোমায় একটি কথাই বলবো বলে....!

একদিন,
কবিতা লিখতে লিখতে -
আমি ঘুমিয়ে পড়তে চাই,
তোমার কোলে.....!

কাছে এসো সখি
ওগো মোর ঘরের রাণী
তোমার দেবতা নহে গো আমি
তোমার পূজারী মানি।

এসো রাণী ঘরে
মোরে দেখাও বদনখানি -
দোহাই! ঢেকো না তোমার মুখ
শাড়ির আঁচল টানি।