আজকাল মানুষের প্রতি তেমন মায়া জন্মায় না
যেমনটি জন্মায় কুকুরকে দেখে, তেমনটিও না।
তবে কী মানুষ কুকুরের নিচে?
প্রশ্ন করি নিজেকেই নিজে!
চোখ খুলি— চোখ বুজি—
কুকুর মানুষের ব্যবধান খুঁজি,
কোনটা মানুষ, কোনটা কুকুর? গুলিয়ে ফেলি!
কুকুর জীব, মানুষ জীব
কুকুর প্রাণী, মানুষও প্রাণী
কুকুর পশু, মানুষও পশু।
আধুনিক সভ্যতায় আমি জাত বিচারী নই
গুনাগুণের ভিত্তিতে বলিষ্ঠ কন্ঠে
নির্দ্বিধায় বলে দিতে পারি—
কে কুকুর আর কে মানুষ।