আমি সেই অবহেলা !
যে তোমার পথ আগলে দাঁড়িয়ে থাকি পথে -
তোমার অপেক্ষায় কাটাই দিবস রজনী,
যে পথ তুমি নিজেই বদলেছো
সে পথে আজও ফুল হয়ে ফুটি।
তোমার অবহেলা রোজ বাড়ে
তুমি হৃদয় নিংড়ে ঝরাও ঘৃণা অবজ্ঞার বৃষ্টি,
আমি জং ধরা লোহার মতো দুঃখ ঝেড়ে নিই -
তোমার অবহেলা বাড়তে থাকুক,
জানি প্রেমিকার অবহেলাই প্রেমিককে বিশুদ্ধ করে
তাই অপেক্ষাকে দেইনি ছুটি।