দেশের তরে লড়তে হবে
দশে বিশেই মিলে,
তা না হলে রাঘববোয়াল
দেশটা খাবে গিলে।
আগের দিনে পুকুর চুরি
এখন হচ্ছে নদী,
কী করবে ভাই সমুদ্রটা
চুরিই হয় যদি?
পুকুর গেছে, নদী গেছে
সাগরও কী যাবে?
রাঘববোয়াল এমনি করে
দেশটা গিলে খাবে?
"আরে না-না-না, তা হবে না
আমরা আছি বেঁচে,"
সাগর চুরি হয় যদি রে-
মারবে তারা সেচে।