দিল দিয়েছ অন্য কাউকে, বন্ধুকে দিল দিলে না!
বন্ধুর খাঁটি আশেক ছাড়া খোদার মাশুক মিলে না।
মানব তরীর কান্ডারি যে- মানব তাকে চিনছে না
নবীর প্রেমে হায়াত বেচে বেহেস্ত বাগান কিনছে না
ধোঁকায় পড়ে হচ্ছে ফাসেক, আশেক হচ্ছে কই?
আশেক হলে থাকত মজে, করত না হইচই।