গাছে গাছে ফুলের মিছিল
লাল হয়েছে লাল,
শিমুল পলাশ রক্তজবা
কৃষ্ণচূড়ার ডাল।
কোথায় যাবে ফুলের মিছিল
সেজে এমন সাজ?
ফুলের কলি বললো ফুটে
আট'ই ফাগুন আজ।
এমন দিনে প্রাণের ঋণে
রাখলো যাঁরা ভাষা,
তাদের শোকে করবো মিছিল
ছিলো অনেক আশা।
তাই তো মোরা করছি মিছিল
ভাষা শহীদ স্মরণে,
তাঁদের শোকে পড়বো ঝরে
তাঁদের রাঙা চরণে।