কেন এত প্রেম জাগে মনে
কেন এত প্রেম জাগে?
প্রেমিকার নিঠুর শাসনও আজ মধুর লাগে।
আকাশ সেজেছে তারায়
জেগে আছে চাঁদ পাহারায়
আজ আলোর বাসর দেখে দুচোখ জুড়ায়।
মধুর লগনে আজ প্রিয়ার স্বপনে
চাঁদ উঠেছে হেসে মনের গগনে
তবুও কালো মেঘে যেন পুরো গগন ছায়!
প্রিয়ার পিয়াসে কেবল বিরহ জুটে
আলো মেঘে ঢেকে সব হয় বিদঘুটে
আশার প্রদীপ নিভিয়ে সে সামনে দাঁড়ায়।