আমরা ধীরে ধীরে পীর হয়ে যাচ্ছি
আমাদের চারপাশে অগণিত ভক্ত,
সবাই আমাদের মাথায় তুলে রাখছে
তাই আমরা হয়ে উঠছি আরও শক্ত!
আমাদের কথার উপর কেউ কথা বলে না
তারা আমাদের ভাবে আমরাই সত্য,
আমাদের ভক্তরা আমাদের গুনগানে ব্যস্ত
তাই আমাদের প্রতি হয় না বিরক্ত।
শিকারি ধান ছিটিয়ে শিকার করে পাখি
আমরা শিকার করি মানুষের শির,
বিরিয়ানি ছিটালেই মানুষ বনে যায় মুরিদ
আর আমরা বনে যাই ওদের পীর।