বাড়ন্ত ধানের উড়ন্ত জাত
উড়ন্ত চালের ফুটন্ত ভাত
ফুটন্ত ভাতের বাড়ন্ত আয়
বাড়ন্ত আয়ের কুপন্থ ব্যয়
কুপন্থ ব্যয়ের ভোজন পটু
ভোজন পটুর পেটটা মটু
পেটটা মটুর মেদটা বেশি
মেদটা বেশির চিকন পেশী
চিকন পেশীর শরীর মোটা
শরীর মোটার চামড়া মোটা
চামড়া মোটার শরম কম
শরম কমের মন নরম।

মন নরমের কারণ ভয়
ভয়ের কারণ পাপের সাজা
সাজার পাপী হলেও রাজা
রাজার সেদিন কাঁপবে হাঁটু
হাঁটুর কাঁপন এমন বেশি
খসবে চামড়া মাংস পেশী
থাকবে শুধু রস শূন্য হাড়
কেউ পাবে না সেদিন ছাড়!

এ কথাটি শুনেছিল মাহফিলে
চোট লেগেছে তার নরম দিলে
নরম দিলে দান করেছে ধন
ধনের চেয়ে বড় যে তার মন,
এ কথাটি শুনেছি নিজ কানে!
দান করেছে লাশও গোরস্থানে
এমন পাগল রাজ্যে রাজা নিজে
জানে না সে কান্ড ঘটায় কী যে!

ধানের চিটা মজুদ করে রাখে
কলসি ভরে আনে নিজের কাঁখে
তারপরে সেই চিটা ধানগুলো
রাঁধে ভাত জ্বালিয়ে সব চুলো,
এমন কথা রাজ্যে সবার মুখে
রাজা আছে ভাবনা বিহীন সুখে
তাই রাঁধে সে চিটা ধানের ভাত
বাড়িয়েছে ক্ষুধার শিশু হাত
হাঁড়ির খবর জানে না যে শিশু
রাজাকে সে ভাবে সবার যীশু
শিশুর ভাবনা ভাঙবে অকস্মাৎ
ঢাকনা তুলে দেখবে হাঁড়ির ভাত!