যারা রাজনীতির মাঠে পাকা খেলোয়াড়
আমরা তাদের নেতা বলে চিনি,
দেশের তরে দশের তরে নেতা হওয়া উচিত
কিন্তু এখন? নেতা মানেই লুটতরাজ !
সবখানে জনগণ বলাবলি করে -
আমি অমুক দল করি, তমুক দল করি
কেউ কেউ আবার নাক সিঁটকে বলে-
আমি কোনো দলটল করি না।
আসলে রাজনীতি বিষয়টি এরকম,
জনগণ একই পানি পান করবে ভিন্ন পাত্রে
যেটাকে জনসাধারণ বলে রাজনীতি,
আর আমি বলি- স্বেচ্ছায় দাসত্ব স্বীকার।