পাপিয়া ডাকিয়া কহে কুসুম বাগে
ফুলকলি ফুটে ওঠে সবার আগে,
তারপরে মা ওঠে, খোকা খুকি জাগে
লাল জামা গায়ে রবি ওঠে প্রভাতে।
গুনগুন গান গেয়ে মৌমাছি ছোটে
মানুষের ব্যস্ততা কাগজের নোটে!
পাখিদের ব্যস্ততা খাবারের খোঁজে
নদীটির ব্যস্ততা বলো কেবা বোঝে?
রাতদিন ছুটে চলে থামে নাতো সে
তার মতো ব্যস্ততায় থাকে আর কে?
ঘড়ির কাটা থাকে, থাকে বায়ু রবি
আরও থাকে ব্যস্ত ছোটদের কবি।