বিপ্লবীদের রক্তে রাঙা ক্যালেন্ডারের পাতা
জুলাই ফুলে ভরা যত কাব্য লেখার খাতা
দেয়ালগুলো রাঙানো সব ঘৃণার তুলিতে
ভাই হারানো জুলাই স্মৃতি পারবে ভুলিতে?
পারবে না ভাই পারবে না, জানি আমি জানি
দাগ কেটেছে হৃদয় জুড়ে জানি কতখানি;
রক্তের নদী বয়ে গেছে তাজা লাশের সারি
আহা সেকি শোকের মাতম মায়ের আহাজারি!
চব্বিশের ছত্রিশ জুলাই ছাত্র লাশে গাঁথা
লাশগুলো সব ফুল হয়ে তুলেছিল মাথা।