এই যে দেখো নীল আকাশ
সবুজ কচি ঘাস,
পানির উপর ভাসছে দেখো
ডাহুক পাতিহাঁস।
মধুর সুরে গাইছে শোনো
হরেক পাখি গান,
মৃদু হাওয়ায় দুলছে দেখো
সোনা রঙের ধান।
উড়তে দেখো মৌমাছি আর
প্রজাপতির দল,
পাহাড় বেয়ে নামছে দেখো
স্বচ্ছ জলের ঢল।
মাঝিরা সব বাইছে নৌকা
ধরছে জেলে মাছ,
নদীর দু'পাশ সারি সারি
দাঁড়িয়ে আছে গাছ।
আপন তেঁজে পুব আকাশে
উঠছে জ্বলে রবি,
রংতুলিতে দেখছো আঁকা
আমার দেশের ছবি।
বিঃদ্রঃ [কবিতাটি "মাসিক কুঁড়ি" ম্যাগাজিনে "অক্টোবর ২০২৩" সংখ্যায় প্রকাশিত।]