সূর্যটা ডুবে গেছে, সমুদ্রে দিয়েছে ডুব
আঁধার নেমেছে, পরিবেশ ভয়ানক খুব
ছানাদের সামলাতে পাখিরা ফিরেছে নীড়ে
আমার বাসা নেই, কোনখানে যাব ফিরে?
পাখিদের গান শুনি, শুনি শেয়ালের হাঁক
আমায় হেফাজত করো পরম আল্লাহ পাক,
আজ মূর্তি পূজারী গেছে দেবী কালীর ঘরে
নিশি জেগে তারা এ দিবস পালন করে?
আমি উপরে তাকাই, সজ্জিত আকাশ দেখি
মাটিতে তাকাই ফের চমকে উঠি! একি?
ঘোর অন্ধকার চারিদিক হতে ঘিরেছে আমায়
তোমার কাছে আর্জি প্রভু আলো দাও আমায়।
তুমি আলো দিলে বলে রঙিন জগৎ দেখি
রঙিন জগতের মোহে চির অন্ধ হলাম সেকি!
আমি ফের আলো চাই, জগত অন্ধকার
কে যেন বলে উঠল "না না না, খবরদার!"