মানুষ খেকো কুকুরগুলোর ভীষণ বাঁকা লেজ
দেখলে মানুষ ক্ষেপে ওঠে দেখায় আহা তেজ,
রাজ দরবারে কুকুরগুলো থাকে রাজার হালে
কারণ রাজা খাবার দিয়ে নিজেই কুকুর পালে,
কার সে খাবার, কোন সে খাবার, আছে কার জানা?
জানি আমি, জানে সবাই, বলতে তবুও মানা!
সাহস করে বলবে যে লোক, কুকুর খাবে তাকে
দেখবে না সে কুকুরগুলো কাকে খেলো কাকে,
রাজার হুকুম খেতেই হবে রাজ বিদ্রোহী মানুষ
হোক না সে- শিশু কিশোর কিংবা নারী পুরুষ।

রাজার কুকুর খেয়ে-দেয়ে গায় রাজার গুণ
ঢাকতে দোষ কুকুর দিয়ে মানুষ করায় খুন,
আহা রাজা! বাহা রাজা! হাজার গুণগানে
কোটি টাকা দান করে দেয় কুকুরগুলোর পানে,
মর্দ কুকুর মাগী কুকুর রাজ কুকুরের রাজ্য
কুকুর ছাড়া কুকুর রাজ্যে মানুষ পরিত্যাজ্য।