যারা দেশপ্রেমিক হতে চাও তারা জেনে নাও
আমি কিভাবে দেশকে ভালোবাসি,
কেউ বাংলা বানান অশুদ্ধ লিখলে
আমি তাকে শুধরে দিই -
ভাষা শহীদদের অমর্যাদা হবে বলে
টুকরো কাগজ কুড়িয়ে পথ চলি,
মায়ের ভাষা ধুলায় মিশাবো না বলে
মায়ের মতো বাংলায় কথা বলি।
আমি বাবা-মাকে যেভাবে শ্রদ্ধা করি
সেভাবে দেশ ও জাতিকেও শ্রদ্ধা করি,
কোথায় লাল সবুজের পতাকা দেখলে
হাত উঁচিয়ে সালাম করি
গর্ব করে শহীদদের স্মরি।
ডানা মেলে ওড়া পাখিদের দেখলেই
চিৎকার করে বলি- "শোনো পাখি
তোমাদের মতো আমরাও স্বাধীন।
আমি কথা নয় কাজে বিশ্বাসী
তাই শোনো দেশকে কিভাবে ভালোবাসি,
কেউ যদি অকারণে ছিঁড়ে পাতা ফুল
টেনে ধরি তার হাত, ছিঁড়ে দেই চুল!
আরও শত শতভাবে ভালোবাসি দেশকে
আমার মতো ভালো বাসে আর কে?