মগজ খাটিয়ে প্রসব করেছি
প্রথম কাগুজে সন্তান,
যত দেখি তারে নয়ন জুড়ায়
পড়লে জুড়ায় পরান।
আদর সোহাগে গড়ে তুলেছি
গেয়ে বিবেকের গান,
আমার ক্ষমতা কিছুই ছিল না
সকলই স্রষ্টার দান।
আমার সন্তান কোলে তুলে নিতে
হয়েছো যারা আগুয়ান,
তোমাদের কাছে আমি চিরঋণী
জানাই সালাম প্রণাম।
আমার সন্তান কচি-কাঁচাদের
শুনুন বয়স্ক জোয়ান,
পাঠ করে যদি কিছু খুঁজে পান
সবার মাঝে তা বিলান।
আমি বড়ো নই, ছোট ছড়াকার
সাধ্যমত করেছি উজার,
আমার ত্রুটির ক্ষমাটুকু চাই
চাইনা বাহবা উপহার।
অসংখ্যের মাঝে আমি এক সংখ্যা
আমার কী আছে মূল্য?
জ্ঞানী-গুণী মুনি-ঋষি আছে যারা
আমি নই তাদের তুল্য।
যে পথে তারা হেঁটে গেছে আগে
আমিও সে পথে হাঁটি,
অগ্নিশিখার নয়, নূরেরও নয়
আমার সৃষ্টি কাঁদা মাটি।
যাঁর উসিলায় যিঁনি আমাকে
করেছেন জীবন দান,
তাঁর কুদরতি পায়ে সঁপে দিলাম
আমার কাগুজে সন্তান।
বিঃদ্রঃ [উক্ত ছড়াটি- অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে আমার লেখা প্রকাশিতব্য প্রথম ছড়াগ্রন্থ 'ইরিক বিরিক ছড়ার হিড়িক' বইটির শুভাকাঙ্ক্ষীদের জন্য লেখা ।]