আইনের চোখে সকলে সমান ফকির থেকে রাজা
অপরাধী রাজা ছাড় পেয়ে যায় ফকির খাটে সাজা,
কাগজে কলমে আইন বহাল প্রয়োগে নাজেহাল
এমন করে আর কতদিন, যাবে আর কতকাল?

আইনের জালে আটকা পড়ে না ধূর্ত রাঘববোয়াল
ফাঁকফোকরে বেরিয়ে গিয়ে দেখায় শক্ত চোয়াল,
নিরপরাধ ফকিরের ঘাড়ে চাপিয়ে রাজার দোষ
চাটুকারজীবি রাজাকে রোজ করে যায় সন্তোষ!

এমন করে পাবে আর কত পার ধর্ষক অপরাধী
রাষ্ট তুমি কখনোই শোননি আমজনতার দাবি।