চোখে লেগে থাকে ঘুম রোজ বিহানে
ঘুম থেকে জেগে উঠি পাখিদের গানে,
পাড় ভাঙা নদীটির শুনি কলতান
হিমেল হাওয়ায় জুড়ে যায় মন প্রাণ।
চোখ যায় যতদূর সবুজের মাঠ
আঁকাবাঁকা মেঠোপথ নদী-নালা ঘাট,
ঘাটে বাঁধা পাল তোলা নৌকার সারি
নদীটির কোল ঘেঁষে আমাদের বাড়ি।