হে পুরুষ-
মান অভিমান ঝগড়া ফ্যাসাদ
সেতো মেয়েলি ব্যাপার,
তুমি বরং যুদ্ধের প্রস্তুতি নাও।
পৃথিবী এখন হাতের মুঠোয়
আছড়ে ফেলো পায়ের নীচে,
ভাঙা গড়া তোমার স্বভাব
তুমি পুরুষ তার প্রমাণ দাও।