একটি ঠিকানার খোঁজে বেরিয়েছি
বহুদিন ধরে হাঁটছি পথে পথে
ঘুরছি গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশ।
একটি ঠিকানার খোঁজে কখনো হয়েছি পাখি
কখনো হয়েছি ফুল কখনো প্রজাপতি,
আবার কখনো হয়েছি উন্মাদ! নিরুদ্দেশ।
একটি ঠিকানার খোঁজে বেরিয়েছি
ঠিকানাটি পেলেই সদর দরজায় কড়া নাড়বো
হৃদয়ে ফোটা ফুলের সুবাস ঢেলে দেবো গায়ে,
তারপর সেখানে ঠাঁই নেবো স্থায়ী
যেখানে হৃদয় রাখলে হৃদয় অক্ষত থাকে
ভালোবাসা রাখলে সুগন্ধ ছড়ায়,
এমন একটি ঠিকানার খোঁজে
রোজ ঘুরি মানুষের মন পাড়ায়।