বিরহী পাখির ডানায়
দিনশেষে সন্ধ্যা নামে,
আশায় বাসায় ফিরে দেখি
বিষাদে নেমেছে আধার
হতাশার কালো খামে।
ব্যাঙের শরীরের মতো
অনাদরি খসখসে গা,
ভেতরে বিশেষ ক্ষত
বাহিরে দগদগে ঘা!
আশায় আশায় ফোটে
হতাশার শত ফুল,
বিরহ প্রহর গুনে বিরহী পাখি
এভাবে আর কত দিব মাশুল?