ট্রাফিক জ্যামের মতো
রেড সিগন্যালে আটকে আছে মন,
কিছুটা হতাশ ও নীরব উচ্ছ্বাসে
কেটে যাচ্ছে গোটা প্রেমিক জীবন।
জ্যামের দৌরাত্ম্য কয়েকশো মাইল
তবু ইয়োলো সিগন্যাল পেয়েছি সবে,
জ্যাম ঠেলে যেতে হবে বহুদূর.....
জানি না সে গ্রীন সিগন্যাল দিবে কবে।
ধীরে ধীরে এগোচ্ছি পথ
এ পথ জানা তবু অচেনা দুর্গম!
জানি না এ পথের শেষে কী আছে
মরীচিকা নাকি প্রিয়সীর সঙ্গম।