ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার ঘরে
কেউ যেন না অনাহারে কেঁদে মরে,
গেয়ে ওঠো সাম্য প্রেম সম্প্রীতির গান
ভেঙে ফেলো গরীব ধনীর ব্যবধান।
সামর্থ্যবান যারা আছো ধরার মাঝে
কোরবানি দাও গোস্ত বিলাও ওদের মাঝে
খুব অসহায় অনাথ এতিম যেসব লোক
তাদের প্রতি সবার নজর শুভ হোক।
আত্মত্যাগের মহান হুকুম কোরবানি
লোভ লালসা হিংসা ত্যাগ ও দ্বীন টানি -
ধরার মাঝে দ্বীন কায়েমে হও রত
মহান রবের হুকুমে রও শির নত।
আরাফার ময়দানে আজ লক্ষ মুমিন
আল্লাহুম্মা লাব্বাইকে কাটায় দ্বীন,
এর চেয়ে আর খুশীর খবর কী চাও?
আল্লাহকে করলে খুশি নাজাত পাও।