ঝড় উঠেছে আমের বনে
কাল বৈশাখী ঝড়,
আমগুলো সব পড়ছে ঝরে
গাছ কাঁপে থরথর।
কাঁচা পাকা আম পড়ে আজ
ডালগুলো সব খালি,
আম কুড়াতে ব্যস্ত সবাই
ভরছে আমের ডালি।
পাকা আমের পাঁচটি ডালি
কাঁচা আমের বিশটি,
গাছ পাকা আম খেতে মজা
স্বাদ গুণে খুব মিষ্টি।
ঝড়ের দিনে আম কুড়াতে
ভীষণ ভালো লাগে,
ঝড়ের আভাস পেলে ছুটি
আম বাগানে আগে।