ক্ষমতার শেকড় গভীরে পৌঁছেছে
মাথাচাড়া দিয়ে উঠেছে আগাছা,
মগডালে বেঁধেছে শকুনেরা বাসা
মরা ডালে জন্মেছে শুধু পরগাছা!
শেকড় কে উপড়াবে, সাধ্য কার?
ক্ষমতার গাছ কাটা কঠিন ব্যাপার!
শকুনেরা চেয়ে আছে ডাল যদি নড়ে
ছোঁ মেরে নিয়ে যাবে তাদের ঘরে!
শকুনের অসংখ্য অশুভ ডানা
তার কাছে জনতা মুরগির ছানা!
প্রতিবাদ করবে কে, অভিভাবক?
প্রাণ ভয়ে হয়েছে সে পলাতক।