একদিন হঠাৎ একজন এসে বললো ভালোবাসি
কি অদ্ভুত অচেনা লোকটা!
এমন করে কেউ কখনো ভালোবাসি বলে?
তারপর আরেকদিন একটি ফুল দিয়ে গেলো
ধুতুরা ফুল,
কি অদ্ভুত ব্যাপারটা!
কেউ ভালোবাসার মানুষকে ধুতুরা ফুল দেয়?
সারাদিন বিষয়টি ভাবতে ভাবতে কেটে গেলো
রাতে পিশাচীনির মতো হেসেছিও কয়েকবার!
এতদিনে আমাদের মধ্যে চেনা জানা,
বেশ বহুবার কথাও হয়েছে,
দু'জনের মধ্যে গড়ে উঠেছে গভীর সম্পর্ক
প্রেম ভালোবাসার লেনদেন।
একজন অচেনা মানুষ হঠাৎ
কী করে এতটা আপন হতে পারে?
ভাবতে ভাবতে দু'জনেই হেসে উঠেছিলাম একদিন,
আসলেই পৃথিবীটা রহস্যময়
তারচেয়ে বেশি রহস্যময় পৃথিবীর স্রষ্টা,
চাইলে আমরাও স্রষ্টার প্রিয় হতে পারি,
পেতে পারি স্রষ্টার পবিত্র প্রেম,
কিন্তু আমরা তো স্রষ্টা-প্রেমিক নই !
আমরা মজে থাকি সৃষ্টিতে, আত্ম তুষ্টিতে!
আমরা অবশ্য প্রকৃত প্রেমিকও নই।