আজ নববর্ষ,
খ্রিষ্টীয় হিজরী বাংলা পঞ্জিকার
অথবা তোমার আমার,
যাকে বলে শুভ জন্মদিন।
এসো মুছে ফেলি অতীত
মেনে নিই হার-জিত,
নতুনকে জানাই সাদরে স্বাগত
নিজেকে রাঙিয়ে হই রঙিন।
হায়! নববর্ষ নয়,
এত দেখি মৃত বর্ষ !
কাকে নিয়ে মেতে ওঠো?
কাকে পেয়ে করো হর্ষ?
আবার মিছিল হবে
মৃত্যুর মিছিলে যোগ হবে প্রাণ,
এই শুভ নববর্ষই হবে -
অগণিত মানুষের মৃতবর্ষ।