আজকে নতুন বই পেয়েছি
জীবন গড়ার মই পেয়েছি
আহা মধুর ঘ্রাণ,
নতুন বইয়ের গন্ধ শুঁকে
বইয়ের ভেতর যাচ্ছি ঢুকে
নাচছে সুখে প্রাণ।
বইয়ের পাতায় কত পড়া
মজার মজার গল্প ছড়া
এবং অনেক কিছু,
মজায় মজায় যাচ্ছি পড়ে
আঙুল দিয়ে লাইন ধরে
ছুটছি পাতার পিছু।
বইয়ের পড়া রাখতে মনে
পড়ছি রোজই ক্ষণে ক্ষণে
মুখ বুজে বা জোরে,
বইয়ের গন্ধে মন আনন্দে
বইয়ের পড়ার মিষ্টি ছন্দে
পড়ছি দুপুর ভোরে।