হিন্দুরা পূজার বাজেট কমিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে,
মুসলমানরা মসজিদ ফান্ডের টাকা দান করে দিয়েছে,
পেট্রোল পাম্পের মালিক উদ্ধারকার্যে নিয়োজিত বোটের তেল ফ্রি করে দিয়েছে,
অপারেটর কোম্পানি করে দিয়েছে নেট ফ্রি,
সরকারি বেসরকারি কর্মচারীরা তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে,
শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি,
সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো,
যে যার সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে,
ছাত্র শিক্ষক চাকরিজীবী বেকার ভিক্ষুক কেউ বাদ আছে কী?
চারিদিকে চেয়ে দেখি- কেউ আজ বাদ নাই,
স্বাধীনতার পর জেগে উঠেছে নতুন বাংলাদেশ।

আমি তো এমন একটি দেশই চাচ্ছিলাম,
আমি তো এমন একটি দেশের কথাই ভাবছিলাম, যেখানে জাতপাত ধর্ম বর্ণ গোত্র দলমত নির্বিশেষে সবাই হয়ে উঠবে মানবিক মানুষ,
যেখানে হিংসা লোভ লালসা অহংকার স্বার্থ সকল কিছুর উর্ধ্বে -
থাকবে শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা,
যেন সকলেই একে অপরের আপন ভাই,
আমি তো এমন একটি দেশই চাই।