বাঘ মামার গায়ে আঁকা
ডোরা কাটা দাগ,
হালুম হালুম গর্জে ওঠে
দেখায় সে রাগ।
বাঘ মামার ভয়ে সবাই
দূরে সরে থাকে,
কারণ হলো যাকে পাবে
খেয়ে নিবে তাকে।
বাঘ মামা খুব চালাক
শিকারীতে পটু!
হরিণ ধরে খেয়ে দেয়ে
হয় তাজা মটু।
বাঘ মামার সাথে কেউ
করে নাকো দোস্তি,
হোক সেটা বনের রাজা
অথবা জল হস্তি।
বাঘ আমার মামা না তো
মামা ডাকি কেন?
আমি বাঘের ভাগ্নি শুনে
ভয়ে কাঁপো যেন।