আমি প্রেম দিতে এসেছিলাম
ভালোবাসতে চেয়েছিলাম
বিনিময় তুমি দিলে ঘৃণা,
তুমি মানুষ নও-
তুমি পাষাণ, তুমি হৃদয় হীনা!
তুমি ফুলকে করেছো পিষ্ট
প্রেমিককে করেছো নষ্ট,
তুমি পাপ, তুমি পঙ্কিল, তুমিই অনিষ্ঠ।
তোমার কাছে ফুল মানে-
একটা সংখ্যা মাত্র!
আর আমি, অবহেলার পাত্র।