অতঃপর;
তোমার উত্তরের অপেক্ষায় থাকা মানুষটি -
একদিন ক্লান্ত হয়ে পড়বে,
সে আর তোমার উত্তরের অপেক্ষায় থাকবে না!
সে নিজের মতো করে বুঝে নিবে তার কাঙ্খিত উত্তর।