কবরের কাছে এলেই থমকে দাঁড়াই
সাহস করে ভয়ে দু'পা বাড়াই!
যেন- কেউ টের না পায়
কারো ঘুম ভেঙে না যায়;
আমি নিরবে কাঁদি! অশ্রু ঝরাই
এখানে এলেই মিশে সকল বড়াই।
এখানে ঘুমিয়ে আছে শিশু
জান্নাত বাগিচার ফুল,
এখানে আমাকেও আসতে হবে
হাজির হলে মালাকুল।
এখানে এলেই রোজ শিউরে উঠি
ক্ষমার আশায় তাঁর কদমে লুটি!
এখানে ভেদাভেদ নাই
নিতে হবে সবার ঠাঁই!
এখানে এলেই ভিজে নয়ন দুটি
হলেও তো হতে পারে এখন ছুটি।
বিঃদ্রঃ [কবিতাটি ১১ আগস্ট ২০২৩, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রকাশিত]