শৈশব চলে গেছে করে তড়িঘড়ি
সাথে গেছে নারিকেল পাতার ঘড়ি,
শৈশবে হৈচৈ ও ছিল শোরগোল
গাড়ি ছিল সুপারি পাতার খোল,
শৈশবের ঠেলাগাড়ি ছিল মজার
জানি ফিরে পাবো না শৈশব আর।
শৈশবের দিন ছিল মিষ্টি মুখর
মোরগ আনতো ডেকে রাঙা ভোর,
সারাদিন টো-টো ধুলো মাখামাখি
দুষ্টুমি কোনটা করা ছিল বাকি?
ওর ওর সাথে রোজ করা মারামারি
এটা নিয়ে ওটা নিয়ে শুধু কাড়াকাড়ি,
শৈশবে খুব বেশি ছিলাম স্বাধীন
বড় হয়ে, হয়ে গেছি পুরো পরাধীন।