জালিমের ভয়ে পিছু হটে হটে
যখন দেয়ালে ঠেকিলো পিঠ,
মৃত্যুকে পরোয়া না করে মাজলুম
শুরু করে দিলো মারপিট!
আঘাতের বদলে আঘাত হানিলো
ড্রোনের বদলে ছুড়িলো ড্রোন,
যুদ্ধের দামামা বেজে ওঠে বিশ্বে
শোন শোন কান পেতে শোন।
সত্যের জয়ধ্বনি ভাসে বাতাসে
কেঁপে ওঠে ইহুদির ঘাঁটি,
স্বাধীন হবে এবার ফিলিস্তিনি
আর আল আকসার মাটি।
শোনো ইহুদি, কাফেরের দল
হটো- যত পারো ততদূর,
আসছে ঈমাম, জাগাতে ঈমান
মুসলিম দুই বাহাদুর।