মুজিব নামের একটি ফুল ফুটেছিল বঙ্গে
সেই ফুলটি সুবাস ঢেলে দিতো সারা বঙ্গে
জুই চামেলি গোলাপ বেলি তাদের মধ্যে গণ্য?
না না না! মুজিব ফুলের গন্ধ ছিলো অন্য।
অন্য সেসব ফুলের মতো তারও ছিলো ক্রেতা
কিন্তু তিনি বিক্রি হননি, কারণ তিনি নেতা,
নেতার মতোই নেতা তিনি, ছিলেন জ্ঞানী যোগ্য
এই নেতা এই ফুলের তরে সবার মনে শোক গো!
সবার মনে সুবাস দিয়ে হঠাৎ হলেন ছিন্ন!
কোথায় গেলো? সব নেতাদের মাঝে তাকে খুঁজি,
গোঁফ মেলে তো চুল মেলে না, চশমাটাও ভিন্ন
শেখ মুজিবের মতো নেতা পাবো না আর বুঝি?
মুজিব দেশের ফুল ছিলেন, এই কথা কী ভুল?
তা না হলে ফুলের মতো দিলেন কেন মাশুল?
ফুল না মানুন, নেতাই মানুন, তার আদর্শ মেনে
ফুল না ছিঁড়ে সবাই যেন ফুলের চারা কেনে।