একদিন -
তুমি আমাকে একটা পাহাড় উপহার দিয়েছিলে,
দুঃখের পাহাড়! বেদনার পাহাড়!
আজ সেখানে ফুটেছে হাজার ফুল,
বিষাক্ত কাঁটার ফুল।
মনে করো গোলাপের মতো লাল টকটকে
কিন্তু গোলাপ নয়,
ফুটেছে প্রেমিকের রক্তাক্ত হৃদয়,
তবুও ছড়াচ্ছে ঘ্রাণ।
একদিন -
তুমি বাতাসে মুখ ঘুরে দাঁড়াবে
প্রাণ ভরে শুঁকবে প্রেমিকের ঘ্রাণ,
কান পেতে শুনবে হৃদয়ের আহাজারি!
দুঃখ বেদনার গান,
তুমি রক্তাক্ত হৃদয়ের আহাজারি শুনে
অনুতাপে চিৎকার করে উঠলেই -
পাহাড় থেকে প্রতিধ্বনিত হবে
ভালোবাসি- ভালোবাসি।