মায়ের ভাষা মধুর ভাষা
প্রিয় মায়ের মুখ,
মায়ের ভাষায় পাই যে খুঁজে
প্রাণ জুড়ানো সুখ।
মায়ের ভাষায় কথা বলি
ভীষণ ভালোবেসে,
মায়ের ভাষা রাখতে গিয়ে
মরতে পারি হেসে।
মায়ের কাছে মায়ের ভাষা
প্রথম শুনি শিখি,
মায়ের লেখায় হাত ঘুরিয়ে
লিখতে পারি লিখি।
মায়ের মতোই ভালোবাসি
মায়ের কথা সুর,
মায়ের ভাষা ভীষণ দামী
সব'চে সুমধুর।
[১৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দে দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় প্রকাশিত]