যার কথাতে উঠি- বসি-
সামনে বাড়াই পা!
যার হুকুমে মুখ বুজি আর
মুখটাও করি হা!
তিনিই আসল নাটের গুরু
মানবতার মা।।
যার কথাতে সুর মিলালে
থাকতে পারি সুখে,
যার গুন-গান গাইলে যিনি
আগলে রাখে বুকে,
যার উঠোনে ভাত জুটে রোজ
হলেই কাকের ছা!
তাহাজ্জুতী হুজুর তিনি -
মানবতার মা।।