আজকে হঠাৎ চাঁদের নীচে শুক্র গ্রহ এসে
আরবি হরফ বা এর মতো উঠলো সাঁঝে হেসে,
দেখলো সবাই আপন চোখে তুললো আরও ছবি
এই দৃশ্যটি নিয়েই কিছু লিখতে বসলেন কবি।
মোল্লা যারা বললো তারা সুবহানআল্লাহ- বা
বিজ্ঞানীরা উল্টো খারা, বললো শুক্র গ্রহ এটা,
সবার কথায় যুক্তি আছে এবং প্রমাণ দলিল
যুক্তি তর্ক বাদ দিয়ে তাই করছি দৃশ্য ফিল।